এনআইএলজি'র আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ও Vital Strategies সহায়তায় শুক্রবার (২০ অক্টাবর ২০২৩) সকাল ৯টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর সেমিনার কক্ষে তামাক নিয়ন্ত্রণের নির্দেশিকার উপর এনজিওদের সক্ষমতা বৃদ্ধি কমর্শালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন পৌরসভা/উপজেলা পরিষদ/ইউনিয়ন পরিষদে কর্মরত (ডাস বাংলাদেশসহ) বেসরকারি ৩৩ টি সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। তামাকের ক্ষতিকর প্রভাব স্থানীয় ও বেশ্বিক প্রেক্ষাপট এর উপর প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউট(এনআইএলজি)'এর ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব ইসরাত হোসেন খান। ধূমপান ও তামাক দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা উপর প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) জনাব মোঃ আবদুল খালেক। আলোচনার সারসংক্ষেপ ও কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক গ্রুপ ওয়ার্ক পরিচালনা করেন জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউট এর সহকারী পরচিালক জনাব এ জহোদ সরকার এবং তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার রিনি।